আস্ত ট্রেন টানল ল্যান্ডরোভার। চোখ কচলে নিন!

আস্ত ট্রেন টানল ল্যান্ডরোভার। চোখ কচলে নিন!


ল্যান্ড-রোভারের এই মডেলটি ট্রেনকেও টেনে নিয়ে যেতে সক্ষম। ল্যান্ড-রোভার সংস্থা জানাচ্ছে তাঁদের গাড়ির ওজন মাত্র ২.৫ টন। কিন্তু, এই ল্যান্ড-রোভারকে দিয়ে তার থেকে ৫০ গুণেরও বেশি ভারী ট্রেনের তিনটি কামরা টানানো হয়।

ট্রেন লাইন ধরে ছুটছে একটি ল্যান্ড-রোভার। আর তার পিছনে কেবল দিয়ে আটকে দেওয়া ট্রেনের কামরায় ল্যান্ড-রোভারের পিছন পিছন চলেছে এই কামরাগুলি। দৃশ্যটি চোখে পড়লে অবাক হয়ে যেতে হয়। 

আসলে ল্যান্ড-রোভারের এই মডেলটি ট্রেনকেও টেনে নিয়ে যেতে সক্ষম। ল্যাড-রোভার সংস্থা জানাচ্ছে তাঁদের গাড়ির ওজন মাত্র ২.৫ টন। কিন্তু, এই ল্যান্ড-রোভারকে দিয়ে তার থেকে ৫০ গুণেরও বেশি ভারী ট্রেনের তিনটি কামরা টানানো হয়। 


এমনকী ল্যান্ড রোভারটি ৮৫ ফুট উঁচু ব্রিজ দিয়ে আনায়সে ট্রেনের কামরাগুলি টেনেও নিয়ে যায়। সকলেরই আশঙ্কা ছিল এই বুঝি না গাড়ি ও ট্রেন ট্রেনটা নিচের নদীতে গিয়ে পড়ে। কিন্তু, তা হয়নি।   

বিজ্ঞাপন

Seo Services